চলে
গেলেন হিন্দি ছায়াছবির প্লে ব্যাক গানের দুনিয়ার এক নক্ষত্র সামসাদ বেগম৷
৯৪ বছর বয়সে জীবনাবসান হল মেরে পিয়া গয়ে রেঙ্গুন, কভি আর কভি পার, কাজরা
মোহাব্বত ওয়ালা-র মতো একাধিক জনপ্রিয় গানের জন্য সমঝদার শ্রোতা-ভক্তদের
মনের মণিকোঠায় আসন করে নেওয়া এই গায়িকার৷ গতকাল রাতে মুম্বইয়ের বাসভবনে
তিনি মারা গিয়েছেন৷ তাঁর মেয়ে উষা রাতরা সংবাদ সংস্থাকে বলেছেন, গত কয়েক
মাস ধরেই তাঁর শরীর ভাল যাচ্ছিল না৷ হাসপাতালেও
ভর্তি করতে হয়েছিল৷ তবে আর সুস্থ হননি৷ গতকাল রাতেই তাঁর শেষকৃত্য হয়েছে৷
প্রিয়জন ও পারিবারিক বন্ধুরা চোখের জলে তাঁকে বিদায় জানান৷
অবিভক্ত ভারতে পাঞ্জাবের অমৃতসরে ১৯১৯-এর ১৪ এপ্রিল জন্ম সামসাদের৷ ১৯৪৭-এর ১৬ ডিসেম্বর লাহোরে পেশোয়ার রেডিওয় প্রথম তাঁর গান সম্প্রচার হয়৷ আত্মপ্রকাশেই কণ্ঠের নিজস্ব বৈশিষ্ঠ্য, গায়কীতে হৃদয়-মন জয় করে নেন শ্রোতার৷ বলিউডের প্রথম প্লেব্যাক গায়ক যাঁরা, তাঁদেরই একজন সামসাদ৷ ফলে বলা যায়, বলিউডের একটি অধ্যায়ের একটি চরিত্র চলে গেলেন পিছনে৷ পড়ে রইল কহি পে নিগাহে কহি পে নিশানা, লে কে পহেলা পহেলা পেয়ার, সাইয়া দিল মে আনা রে, ছোড় বাবুল কা ঘর-এর মতো আরও অজস্র গান যা কয়েকটি দশক পেরিয়ে আজও শ্রোতার মনে দোলা দিয়ে যায়৷
posted by
salimmabood.blogspot.com
অবিভক্ত ভারতে পাঞ্জাবের অমৃতসরে ১৯১৯-এর ১৪ এপ্রিল জন্ম সামসাদের৷ ১৯৪৭-এর ১৬ ডিসেম্বর লাহোরে পেশোয়ার রেডিওয় প্রথম তাঁর গান সম্প্রচার হয়৷ আত্মপ্রকাশেই কণ্ঠের নিজস্ব বৈশিষ্ঠ্য, গায়কীতে হৃদয়-মন জয় করে নেন শ্রোতার৷ বলিউডের প্রথম প্লেব্যাক গায়ক যাঁরা, তাঁদেরই একজন সামসাদ৷ ফলে বলা যায়, বলিউডের একটি অধ্যায়ের একটি চরিত্র চলে গেলেন পিছনে৷ পড়ে রইল কহি পে নিগাহে কহি পে নিশানা, লে কে পহেলা পহেলা পেয়ার, সাইয়া দিল মে আনা রে, ছোড় বাবুল কা ঘর-এর মতো আরও অজস্র গান যা কয়েকটি দশক পেরিয়ে আজও শ্রোতার মনে দোলা দিয়ে যায়৷
posted by
salimmabood.blogspot.com
No comments:
Post a Comment